শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ আটক এক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে সন্দেহজনক এক বসত বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ১০ কোটি টাকার মূল্য মানের ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহএক যুবককে আটক করেছেন বিজিবি।

[৩] বুধবার দুপুরে সদর ইউপি মিঠাপানির ছড়া নিজ বসত ঘর থেকে মাদক আইসসহ তাকে আটক করা হয়।

[৪] আটক মোঃ মুজিব (২০) একই এলাকার বাসিন্দা সোনার মিয়ার ছেলে।

[৫] বুধবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নে চিত্রবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান(পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন- ২ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর ও অপারেশন অফিসার মেজর মুহতাসিম শাকিল।

[৬] অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর ইউপি মিঠাপানির ছড়া এলাকায় এক বসত বাড়িতে ক্রিস্টাল মেথ আইস লুকায়িত রয়েছে। এমন তথ্যে তারই সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের অপারেশন অফিসার মুহতাসিম শাকিলের নেতৃত্বে একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় সন্দেহজনক ঐ বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানচলাকালীন বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের স্বীকারোক্তিতে উক্ত বাড়ির ফলস সিলিংয়ে উপরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা।

[৭] তিনি আরো জানান, এখনও পর্যন্ত অবৈধ ও অতীব ক্ষতিকারক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইসের এটাই সর্বোচ্চ পরিমাণ সফলতা। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়