ফাহমিদুল কবীর: [২] বুধবার (২২ সেপ্টেম্বর) জতিসংঘের সাধারণ সম্মেলনের কোভিড-১৯ সামিটের সভায় নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে আরও ৫০ কোটি ডোজ করোনা টিকা প্রদানের সিদ্ধান্ত প্রকাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি
[৩] ১ বিলিয়ন ডোজের লক্ষ্যমাত্রা অর্জনের ঘোষণা দেন তিনি। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে ১১ বিলিয়ন ডোজ টিকার প্রয়োজন।
[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শেষের দিকে প্রতিটি দেশের অন্তত ৪০ শতাংশ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।
[৫] তবে ভ্যাকসিন সংকট বৃদ্ধি পাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।