শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে বহিষ্কার করলো তালেবান, নতুন সিইও নাসিবুল্লাহ হাক্কানিকে

স্পোর্টস ডেস্ক : [২] তালেবান ক্ষমতায় আসার পর দ্রুতই পাল্টাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেহারা। পুরোনো চেয়ারম্যানকে শুরুতেই ক্ষমতায় থাকা দলটি সরিয়ে বসান আজিজুল্লাহ ফাজলিকে। এরপর পরিবর্তন করা হয় নেতৃত্বেও। এবার একপ্রকার জোরপূর্বক প্রত্যাহার করা হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারিকে।

[৩] ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) হাক্কানি নেটওয়ার্কের একটি গ্রুপ আফগান ক্রিকেট বোর্ডের কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তারা প্রধান নির্বাহীকে ছাঁটাইয়ের আদেশ দেন। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে নাসিবুল্লাহ হাক্কানিকে। যিনিও হাক্কানি নেটওয়ার্কের একজন সদস্য।

[৪] সাবেক বনে যাওয়া হামিদ শিনওয়ারি বলেন, আনাস হাক্কানি ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন, এসিবির সিইও হিসেবে আপনার চাকরি শেষ। তিনি নাসিবুল্লাহ হাক্কানিকে নতুন সিইও হিসেবে পরিচয় করিয়ে দেন। আমি একটি লিখিত বহিস্কার আদেশ চেয়েছিলাম কিন্তু পাইনি। আমি পাঁচ মাস আগে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সিইও হিসেবে নিযুক্ত হই এবং এখন আমি আমাকে বহিস্কার করার কোনো কারণ আমি জানিনা।

[৫] শিনওয়ারি বলেন, তাকে ছাঁটাই করা হলেও লিখিতভাবে কোনও কিছু দেওয়া হয়নি। আমি তাদের বলেছিলাম, লিখিতভাবে আমার ইস্তফাপত্র দেওয়ার জন্য। কিন্তু আমি তা পাইনি। অথচ ৫ মাস আগে এই পদে নিয়োগ পেয়েছিলাম। এখন ছাঁটাইয়ের কারণও আমার জানা নেই। - ক্রিকবাজ/জি নিউজ,

  • সর্বশেষ
  • জনপ্রিয়