শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে কুকুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় হামলা, আহত-৪

সোহেল রানা: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কে কুকুরের উপর দিয়ে গাড়ির চাকা তোলার ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৪ জন আহত হয়েছেন।

[৩] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদমপুরের আদকানী-জাল্লালপুর গ্রামের সড়কে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহতরা।

[৪] আহতরা হলেন, কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত তৈয়ব উল্লাহর ছেলে সোয়াব আলী (৫৫), একই এলাকার তৌয়াব আলীর ছেলে ইসমাইল মিয়া (২১) ও গাড়ি চালক রজব আলী (৩০) ও রবি মিয়া (২৫)।

[৫] স্থানীয়রা জানান, গত সোমবার আদমপুরের আধকানি এলাকার রশিদ মিয়ার ছেলে আমিন মিয়ার সাথে বাঘমারার তৌয়াব মিয়ার মেয়ে শারমিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে কনের বাড়ি থেকে বরের বাড়িতে দুটি গাড়ি নিয়ে ওয়ালিমায় যাওয়ার পথে বেলা ২টায় আদমপুরের জালালপুর এলাকায় সড়কের একপাশ থেকে অন্যপাশে একটি কুকুর দৌঁড় দিলে কুকুরের উপর দিয়ে গাড়ির চাকা উঠে যায়। তবে কুকুরটি বেঁচে যায়। কিন্তু হঠাৎ করে আধকানী এলাকার হান্নান, শামীম ও খতই মিয়া নামে ৩ জনসহ নাম না জানা আরো কয়েকজন মিলে গাড়ি আটকিয়ে চালকদেরকে জেরা করতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে হান্নান, শামীম ও খতই মিয়া দা-লাঠি নিয়ে এসে হামলা চালায়। এতে গাড়ির দুই চালকসহ ৪ জন আহত হন।

[৬] আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে যেতে বলেন। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ কিছু জানায়নি। তবে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়