শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে র‍্যাবের পৃথক অভিজানে ৪০হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিজান চালিয়ে দুটি একনলা বন্দুক, দুটি র্কাতুজ ও ৪০হাজার ইয়াবা উদ্ধার করেছেন র‍্যাব। এসময় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বরইতলী ও ঢালারমুখ ব্লেজার পাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ এলাকার মো. ইয়াছনিরে ছেলে শওকত (২১) ও হ্নীলা ইউপি উলুচামারি এলাকার মৃত হাজী সকিদার আলীর ছেলে হামিদ হোসাইন(৪৫)।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর ইউপি বরইতলী বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিটের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ২০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

[৫] অপর দিকে একই দিন শনিবার দুপুরে ঢালারমুখ ব্লেজার পাড়া সাকিনস্থ হ্নীলা হতে বাহারছড়াগামী রাস্তার র্পূব দিকে ঢালারমুখ পাহাড়ের ঢালে অবৈধ অস্ত্র ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিতটের পেয়ে একটি বস্তাসহ কৌশলে পালিয়ে যাওয়ার সময় হামিদ হোসাইন নামে এক ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয়।

[৬] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা র্দীঘ দিন ধরে অস্ত্র গুলি, ইয়াবা সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও র্কাতুজসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মেডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়