রিয়াজুর রহমান :[২] বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতাকে ফ্যাসিবাদী কায়দায় দীর্ঘায়িত করতে গিয়ে দেশ, রাজনীতি ও গণতন্ত্রকে সংকটে ফেলে দিয়েছে। দেশবাসী এখন ভয়াবহ দুর্দিন অতিক্রম করছে। রাষ্ট্রের জনগণের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। অবাধ, নিরপেক্ষ ভোটের মাধ্যমে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনের পথ এই সরকার রুদ্ধ করে দিয়েছে। নির্বাচনী বিধি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্ভব নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তত্তাবধানে নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনের মধ্যদিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।
[৩] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর সিমেন্ট ক্রসিং কিন্ডার গার্ডেন স্কুলে ইপিজেড থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
[৪] প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, “করোনা নিয়ে কে কী সমালোচনা করলো, আমি তার পরোয়া করি না” স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বলেন, স্বাস্থ্যমন্ত্রী পরোয়া করবে কেন? তার তো ভোটের দরকার হয় না। তার তো নির্বাচনের দরকার হয় না। তিনি কীভাবে মন্ত্রী হয়েছেন তা জনগণ জানে। তাদের তো শুধু প্রধানমন্ত্রী ভালো থাকলেই সব কিছুই ঠিক থাকে। স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় ২৭ হাজার লোক মারা গেছে। করোনায় মারা যাওয়া এই ২৭ হাজার লোক স্বাস্থমন্ত্রীর উপহার। তাদের মাঝে কোন কর্তব্যবোধ ও দায়িত্বশীলতা নেই। এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে শুধু জাল জালিয়াতি আর চুরি হয়েছে। তিনি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য আহবান জানান।