শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক প্রধানমন্ত্রীর সাথে ছবি ভাইরাল, কিং খানকে বয়কটের ডাক নেটিজেনের

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এই অভিনেতার একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছে। এরপর এটি নিয়ে নেটদুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ। পাশাপাশি নেটিজেনদের কেউ কেউ ‘বলিউড বাদশা’খ্যাত এই তারকার পরবর্তী সিনেমা ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছেন।

ছবিতে দেখা যায়, ইমরান খানের হাতে একটি জুসের গ্লাস। অপর হাত তিনি শাহরুখের কাঁধের ওপর রেখেছেন। তাদেরকে হাসিমুখে কথা বলতে দেখা যাচ্ছে। যদিও ছবিটি কতদিন আগের সেটিও জানা যায়নি। কিন্তু বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এটি নতুন করে ভাইরাল হলে রোষানলে পড়েন শাহরুখ। খবর নিউজ ১৮

এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খুব বেশি মধুর নয়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে হ্যাশট্যাগ ‘বয়কট শাহরুখ খান’ ট্রেন্ডিং শুরু হয়েছে। কেউ কেউ আবার শাহরুখ খানকে বয়কট করে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বড় পর্দায় তাকে শেষবার দেখা গিয়েছিলো 'জিরো' ছবিতে। আর এক মাস পরেই মুক্তি পাবে তাঁর ছবি 'পাঠান'।

বড় পর্দায় আবারো তাকে দেখার জন্য ভক্তরা অপেক্ষা করে রয়েছেন ঠিকই। কিন্তু এর মধ্যেই বিতর্কে জড়ালেন অভিনেতা। টুইটারে নেটিজেনরা তাকে বয়কট করার ডাক দিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়