শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিসিআই সভাপতি গাঙ্গুলি বললেন, কোহলি টিম ইন্ডিয়ার মূল্যবান সম্পদ

স্পোর্টস ডেস্ক: [২] টি-২০ বিশ্বকাপের আগে বিরাট ঘোষণা করলেন ক্যাপ্টেন কোহলি। আসন্ন টি-২০ বিশ্বকাপের আসরেই শেষ বারের মতো টি-২০-র অধিনায়কত্ব সামলাবেন বিরাট কোহলি বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রথমে জানান স্বয়ং কোহলি। তারপর বিসিসিআইয়ের পক্ষ থেকেও সরকারি বিবৃতি পেশ করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, টি-২০ বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটের ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন বিরাট কোহলি। তবে তিনি তারপরও ভারতের টি-২০ ক্রিকেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

[৩] বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বিরাটের টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়ার ব্যাপারে বলেন, বিরাট যেভাবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছে, তা বিচার করলে এ কথা পরিস্কার যে, ও ভারতীয় ক্রিকেটের জন্য সত্যিকার অর্থেই এক মূল্যবান সম্পদ। সমস্ত ফর্ম্যাটেই ও সবথেকে সফল একজন অধিনায়ক। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিরাটের অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ধন্যবাদ জানাই।

[৪] আমরা ওকে আসন্ন বিশ্বকাপ এবং তার পরের জন্যও শুভকামনা জানাই এবং আশা করি ও ভারতের জন্য প্রচুর রান করতে থাকবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, টিম ইন্ডিয়ার জন্য আমাদের একটি পরিষ্কার রোডম্যাপ আছে। কাজের চাপ বিবেচনা করে এবং আমাদের মসৃণ রূপান্তর নিশ্চিত করার জন্য, বিরাট কোহলি আসন্ন বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি গত ছয় মাস ধরে বিরাট এবং তার নেতৃত্বাধীন দলের সঙ্গে আলোচনা করেছি এবং সিদ্ধান্তটি নিয়ে বার বার চিন্তা করা হয়েছিল। তবে বিরাট একজন ক্রিকেটার এবং দলের সিনিয়র সদস্য হিসেবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গতিপথ তৈরির ক্ষেত্রে অবদান রাখবেন। -টিভি ৯ বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়