খালিদ খলিল: যতোটুকু জানা যায় ২২০ সালে প্রাচীন চীনের হান রাজত্বের আমলে সম্রাট ‘উ অব হানের’ আমলে প্রথম ইমপেরিয়াল এ্যকজাম নামের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা শুরু হয়, যেটা পরবর্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষা পদ্বতি হিসাবে চালু হয়। সে হিসাবে পরীক্ষা পদ্বতির জনক হিসাবে ‘সম্রাট উ অব হানকে’ বলা যেতে পারে। তবে আধুনিক এবং প্রকৃত পরীক্ষা পদ্ধতির জনক হিসেবে ‘হেনরি মাইকেল’ এর নামটিই চলে আসে। আমেরিকার নাগরিক ছিলেন তিনি। ফেসবুক থেকে