শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বাবা-মায়ের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিশুর

হারুন-অর-রশীদ: [২] প্রকৃতির একটু সান্নিধ্য পেতে শহরের কোলাহল এড়িয়ে গ্রামের এক ব্রিজে বেড়াতে গিয়েছিলেন গোলজার শেখ দম্পতি। সঙ্গে ছিল তিন শিশু কন্যা। এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ বছরের মেয়ে সুরাইয়ার। নিহত শিশুটি ফরিদপুরের বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের ভ্যান চালক গোলজার শেখের মেজ মেয়ে।

[৩] মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুরের শেখ হাসিনা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।

[৪] জানা যায়, মঙ্গলবার বিকেলে গোলজার শেখ সস্ত্রীক উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুতে ঘুরতে নিয়ে যান। এ সময় তার তিন মেয়েও সাথে ছিল। সেতুতে ঘোরাঘুরির এক পর্যায়ে বেপরোয়া গতির এক মোটরসাইকেল চাপায় গোলজারের মেজ মেয়ে সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন আহত হয়েছে।

[৫] আহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গার সোহান (২৩) ও সাজিদ (২১)। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৬] এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের শিশু সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়