শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বাবা-মায়ের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিশুর

হারুন-অর-রশীদ: [২] প্রকৃতির একটু সান্নিধ্য পেতে শহরের কোলাহল এড়িয়ে গ্রামের এক ব্রিজে বেড়াতে গিয়েছিলেন গোলজার শেখ দম্পতি। সঙ্গে ছিল তিন শিশু কন্যা। এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ বছরের মেয়ে সুরাইয়ার। নিহত শিশুটি ফরিদপুরের বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের ভ্যান চালক গোলজার শেখের মেজ মেয়ে।

[৩] মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুরের শেখ হাসিনা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।

[৪] জানা যায়, মঙ্গলবার বিকেলে গোলজার শেখ সস্ত্রীক উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুতে ঘুরতে নিয়ে যান। এ সময় তার তিন মেয়েও সাথে ছিল। সেতুতে ঘোরাঘুরির এক পর্যায়ে বেপরোয়া গতির এক মোটরসাইকেল চাপায় গোলজারের মেজ মেয়ে সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন আহত হয়েছে।

[৫] আহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গার সোহান (২৩) ও সাজিদ (২১)। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৬] এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের শিশু সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়