শিরোনাম
◈ সেন্ট মার্টিনকে চার জোনে ভাগ, রেস্ট্রিক্টেড জোনে প্রবেশ নিষিদ্ধ ◈ নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব ◈ নিলামে ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ◈ নেপালে মসজিদ ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা: ভারত-নেপাল সীমান্ত বন্ধ ঘোষণা ও কারফিউ জারি ◈ নির্বাচনে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম বড় ঝুঁকি: সতর্ক করলেন দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পি? ◈ বিশ্বকা‌পে আম্পা‌যা‌রিং কর‌তে ভারতে যাবেন বাংলাদেশের সৈকত? ◈ বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক ◈ আ.লীগ ভারতের সেবাদাস সরকার ছিল: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে হাদি হত্যা, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে বাবা-মায়ের সাথে ঘুরতে গিয়ে প্রাণ গেল শিশুর

হারুন-অর-রশীদ: [২] প্রকৃতির একটু সান্নিধ্য পেতে শহরের কোলাহল এড়িয়ে গ্রামের এক ব্রিজে বেড়াতে গিয়েছিলেন গোলজার শেখ দম্পতি। সঙ্গে ছিল তিন শিশু কন্যা। এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ বছরের মেয়ে সুরাইয়ার। নিহত শিশুটি ফরিদপুরের বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের ভ্যান চালক গোলজার শেখের মেজ মেয়ে।

[৩] মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুরের শেখ হাসিনা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।

[৪] জানা যায়, মঙ্গলবার বিকেলে গোলজার শেখ সস্ত্রীক উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুতে ঘুরতে নিয়ে যান। এ সময় তার তিন মেয়েও সাথে ছিল। সেতুতে ঘোরাঘুরির এক পর্যায়ে বেপরোয়া গতির এক মোটরসাইকেল চাপায় গোলজারের মেজ মেয়ে সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন আহত হয়েছে।

[৫] আহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গার সোহান (২৩) ও সাজিদ (২১)। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৬] এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের শিশু সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়