শিরোনাম
◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৭ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবি রামপালকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বেশ বড়সড় একটা চমক দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ রবি রামপালকে দলে রেখেছে দলটি। ৬ বছর পর যিনি ক্যারিবিয়ান টিমে ফিরলেন। অন্যদিকে মূল দলে জায়গা হয়নি জেসন হোল্ডারের।

[৩] বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসরের জন্য দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। রামপাল উইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ক্যারিবীয়দের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেন। মূলত চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) করা দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই ডানহাতি পেসার।

[৪] অলরাউন্ডার রোস্টন চেজ প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। সিপিএলে তিনিও দারুণ খেলছেন। সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের সঙ্গী ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দল।

[৫] ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : কিয়েরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়