শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৫ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবান সরকার ‘ঠক ও কসাই’: মার্কিন আইনপ্রণেতা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবানের নতুন সরকারকে ‘ঠক ও কসাইদের’ তালিকা অ্যাখা দিয়েছেন মার্কিন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহাম। একইসঙ্গে তালেবানকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বর্ণনা দিয়েছেন এই আইনপ্রণেতা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান গোষ্ঠী। নতুন সরকারে বেশ কয়েকজন বিতর্কিত লোককে রেখেছে তালেবান। এ নিয়ে প্রবীণ সিনেটর গ্রাহাম বলেন, নতুন সরকার গঠনই বলে দিচ্ছে আফগানিস্তান থেকে সরে আসা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সিদ্ধান্ত কতটা খারাপ ছিল।

গ্রাহাম আরও বলেন, ‘গোষ্ঠীটিকে আফগানিস্তানের সরকার হিসেবে বাইডেন প্রশাসন স্বীকৃতি দেওয়ার চেষ্টা করলে আমি এর বিরোধিতা করবো। কারণ তালেবান একটি সন্ত্রাসী সংগঠন’।

কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তের নাম ঘোষণা করেন।

মুজাহিদ নতুন ইসলামি সরকারের দায়িত্ব প্রাপ্ত ৩৩ সদস্যের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে সিরাজুদ্দিন হাক্কানিকে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করা হয়েছে। তিনি হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে ও যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত সন্ত্রাসী।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়