শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজিক হাসান: যদি সুন্দরকে সঙ্গী করে সুখী হতে হয়, অসুন্দরও থাক না পাশে!

রাজিক হাসান : মানুষ শুধু স্বার্থপরই নয়,পরার্থপরও বটে। এডাম স্মিথ The theory of moral sentiments লেখার ৭ বছর পর বোধহয় Wealth of the Nations লিখেছিলেন। বই দুটির মূল বিষয় আপাত স্ববিরোধী হলেও-মানুষের অর্থনৈতিক আচরণ বিশ্লেষণে ঠিকই ছিলো। প্রথমটাতে পরার্থপরতাকে সামাজিক অগ্রগতির ভিত্তি দেখিয়ে ছিলেন, পরেরটাতে স্বার্থপরতাকে গুরুত্ব দিয়ে বাজারকে বিশ্লেষণ করেছিলেন। অখণ্ড সত্য বিবর্তনশীল মহাবিশ্বে অকাট্য অদৃশ্য। মহামতি বুদ্ধ সত্য সন্ধানে যাত্রা করে নির্বাণ লাভ করেছিলেন স্বীয়মতে, নাগার্জুন তার গবেষণায় বিস্তৃত ব্যাখা দিয়েছেন, চার্বাক ও গলা ঝেড়ে কাশি দিয়াছেন। ভীমনাগ,বাচস্পতি নেড়ে চেড়ে দেখেছেন। বার্ট্রান্ড রাসেল অকপটে মুখ খুলছেন।

নীৎসে দেখিয়েছেন অমাবস্যার চাঁদ। রূমী, কালী দাস, লালন ও অবশেষে রবীন্দ্রনাথ অন্যভাবে। হেতা নয় হোথা নয় অন্য কোথা/তাইতো রবীন্দ্রনাথ গেয়েছেন ‘প্রথম দিনের সূর্য /প্রশ্ন করেছিলো সত্তার নূতন আবির্ভাবে-কে তুমি, মেলেনি উত্তর/বৎসর বৎসর চলে গেল/দিবসের শেষ সূর্য/শেষ প্রশ্ন উচ্চারিত পশ্চিম-সাগরতীরে,নিস্তব্ধ সন্ধ্যায়- কে তুমি/পেল না উত্তর’। চিন্তার জট খুলে নিজের এলোমেলো ভাবনাগুলো লিখে স্পষ্ট, সুবিন্যস্ত ও সংহত করা মাঝে মাঝে খুব দুরূহ হয়ে পড়ে। এই যেমন সত্যনিষ্ঠ এবং প্রজ্ঞাবান মহাপুরুষদের মুখে যখন শুনি, মন থেকে ভ্রান্তিবিলাস, অনর্থক আশাবাদ, যথেচ্ছ কল্পনা ইত্যাদি বিযুক্ত করে দাও, ঝেড়ে ফেলে দাও। কারণ তাতে ‘মিথ্যে’ আছে। তখন সঙ্গত কারণেই মনে প্রশ্ন আসে তাহলে মানুষ বাঁচবে কীভাবে? সত্য মিথ্যা দুটোকে সঙ্গী করেই তো জীবন। মিথ্যাকে যদি কল্পনা থেকেও বাদ দিতে হয় তাহলে জীবন ভরে উঠবে বিষাদে। বিষাদের জীবনও তো মানুষের কাম্য নয়।

অথচ আমাদের মনে করিয়ে দেওয়া হয় সত্যম শিবম সুন্দরম। সত্যের তুলনা বা আদর্শ সত্যই। এখানে মিথ্যার মিশেল চলে না। এমনকি এও বলা হয় প্রিয়সান্নিধ্যের নিবিড় উষ্ণতা পর্যন্ত নাকি পরম উপভোগের স্তরে পৌঁছে যদি তা সুন্দরকে ছুঁতে পারে। জ্ঞানের সন্ধ্যানে এইযে মানুষের দীর্ঘ অভিযাত্রা তার উদ্দেশ্য সম্পর্কেও বলা হয়েছে তা সত্যানুসন্ধান। সত্যের দেখা মিললেই কেবল মন প্রকৃত অর্থে মুক্ত হবে এবং সুন্দরকে ছোঁয়া যাবে।বইয়ে পড়েছিলাম অঙ্কের ভেতর বার্ট্রান্ড রাসেল সৌন্দর্য খুঁজে পান। নন্দনতাত্ত্বিকদের একাংশ তখন বিচলিত হয়ে তর্ক জুড়ে বসেছিলেন, সৌন্দর্য তো থাকে কবিতা,ফুল,পাখি,সমুদ্র ইত্যাদিতে, গণিতেও কি থাকে তা? গণিতে যদি সত্য থাকে তাহলে নিশ্চয় সেখানে সুন্দরও আছে। কিন্তু যে ‘সত্য’ কে নিয়ে এতো কথা তা আদৌ আছে কিনা, আবার থাকলেও মানুষের গভীরতর বোধ তা ধারণ করতে পেরেছে কি না এ নিয়ে সংশয় ঘোচেনি মানুষের। থাক বা না থাক মানুষ কোনো একটা কিছুকে সত্য ভেবেছে। অনেকটা ‘ঈশ্বর-ভাবনার মতো। মানুষ চেয়েছে ‘সত্য’ কোথাও না কোথাও থাকুক কারণ সে চায় সুন্দর , সে জেনেছে সত্যের সঙ্গেই নাকি সুন্দর থাকে।সুতরাং পথ একটাই। যদি সুন্দরকে সঙ্গী করে সুখী হতে হয়, অসুন্দরও থাক না পাশে। মানুষের বেঁচে থাকার প্রধান শর্তই এটা। জীবনে নিরঙ্কুষ সত্য বলে কিছু নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়