শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বর্ণের দুল নিতে শিশুকে হত্যার অভিযোগে এক দম্পতি আটক

রাকিবুল ইসলাম: [২]লক্ষ্মীপুরের  রায়পুরে শিশু পপি সাহা (১০) কে হত্যা করার অভিযোগে পার্শবর্তী ভাঁড়াটিয়া ঘাতক আখি আক্তার রুমা ও তার স্বামী এমরানকে আটক করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ২০২১ ) দুপুরে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী এলাকার ৯নং ওয়ার্ডের নেফাল সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু পপি (১০) নেফাল সাহার বাড়ির প্রবাসী নির্মল সাহার মেয়ে। অভিযুক্ত আখি আক্তার রুমা তুফান বেপারীর বাড়ির এমান হোসেনের স্ত্রী।

[৪] প্রত্যদর্শী ও এলাকাবাসী জানান, রুমা ও এমরান গত দুই মাস আগে থেকে কাসেম হাওলাদারের বাড়িতে ভাঁড়া থাকে। পার্শবর্তী ঘর হওয়ায় ওই শিশু মাঝে মধ্যেই রুমাদের ভাঁড়া ঘরে আসা-যাওয়া করতো। কিন্তু ২ সেপ্টেম্বর সকাল থেকে শিশুকে খুজে পাওয়া যাচ্ছিলনা। আসে-পাশে খোজা-খুজির পর দুপুরে ভাড়াটিয়া রুমার ঘরের চকির নিছে দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

[৫] এবিষয়ে জানতে চাইলে,  রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিক তদন্ত শেষে লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত রুমা ও তার স্বামী এমরানকে আটক করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়