শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: [২] জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন আরও আগেই। ক্লাবটির সঙ্গে এবার চুক্তিটাও সেরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

[৩] অবশ্য ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি। তবে রয়টার্সের খবরে জানা গেছে, দেড় কোটি ইউরোতে রোনালদো ম্যান ইউতে গেছেন। শর্ত সাপেক্ষে আরও ৮০ লাখ ইউরো যুক্ত হতে পারে। স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, রোনালদোর মেডিক্যাল সম্পন্ন হয়েছে।
রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি করা হলেও তা এক বছর বাড়িয়ে নেওয়ার শর্তও যোগ করা হয়েছে। চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষ নাকি সহমতে পৌঁছেছে।

[৪] এদিকে রোনালদো ও ৭ নম্বর জার্সি, এই দুটি যেন সমার্থক হয়ে গিয়েছিল। ম্যানচেস্টার থেকে মাদ্রিদ হয়ে তুরিন, সব জায়গাতেই এই জার্সি পরে খেলেছেন। স্পোর্টিং ক্লাব দে পর্তুগালে ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। এরপর ম্যানচেস্টারে ফার্গুসানের ইচ্ছাতেই প্রথম ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলেন রোনালদো।

[৫] পর্তুগালের মাদেইরায় জন্ম নেওয়া এক সাধারণ পরিবারের তরুণ থেকে ‘সিআর ৭’ হয়ে উঠেন রোনালদো। গোল ডটকমের খবরে জানা গেছে, আবার দলে ফিরলেও ম্যান ইউর সাত নম্বর জার্সি সম্ভবত আর তার হাতে তুলে দেওয়া সম্ভব হবে না। অবশ্য ম্যান উইতে অ্যালেক্সিস সানচেজ, রাদামেল ফালকাও, অ্যাঞ্জেল ডি'মারিয়ার মতো তারকারা এই ৭ নম্বর জার্সি পরে খেললেও খুব একটা সাফল্য পাননি।

[৬] তবে ইউনাইটেডের হয়ে এই ৭ নম্বর জার্সির মাধুর্য কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন এডিনসন কাভানি। উরুগুয়ান তারকা নিজের জার্সি নম্বর ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন। তবে কাভানি চাইলেও রোনালদো ৭ নম্বর জার্সি পরতে পারবেন না। কারণ প্রিমিয়ার লিগে সব ক্লাবেরই এই মৌসুমের জন্য জার্সি নম্বর রেজিস্টার করানো হয়ে গেছে। তবে কাভানি দল ছাড়লে তবেই রোনালদো সাত নম্বর জার্সি পরতে পারবেন। তবে কাভানির দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই। ফলে রোনালদো যে সাত নম্বর জার্সি পরে খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।

[৭] ম্যান ইউতে বর্তমানে ১২ ও ১৫ নম্বরের পাশপাশি ২৮ নম্বর জার্সি ফাঁকা রয়েছে। লিওনেল মেসি পিএসজিতে গিয়ে তার শুরুর দিকের ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন। রোনালদো সেই পথে হাঁটেন কি না এখন সেটাই দেখার। রয়টার্স, স্কাই স্পোর্টস, এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়