শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: [২] জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন আরও আগেই। ক্লাবটির সঙ্গে এবার চুক্তিটাও সেরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

[৩] অবশ্য ট্রান্সফার ফির বিষয়ে কিছু জানায়নি ক্লাবটি। তবে রয়টার্সের খবরে জানা গেছে, দেড় কোটি ইউরোতে রোনালদো ম্যান ইউতে গেছেন। শর্ত সাপেক্ষে আরও ৮০ লাখ ইউরো যুক্ত হতে পারে। স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, রোনালদোর মেডিক্যাল সম্পন্ন হয়েছে।
রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি করা হলেও তা এক বছর বাড়িয়ে নেওয়ার শর্তও যোগ করা হয়েছে। চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষ নাকি সহমতে পৌঁছেছে।

[৪] এদিকে রোনালদো ও ৭ নম্বর জার্সি, এই দুটি যেন সমার্থক হয়ে গিয়েছিল। ম্যানচেস্টার থেকে মাদ্রিদ হয়ে তুরিন, সব জায়গাতেই এই জার্সি পরে খেলেছেন। স্পোর্টিং ক্লাব দে পর্তুগালে ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। এরপর ম্যানচেস্টারে ফার্গুসানের ইচ্ছাতেই প্রথম ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলেন রোনালদো।

[৫] পর্তুগালের মাদেইরায় জন্ম নেওয়া এক সাধারণ পরিবারের তরুণ থেকে ‘সিআর ৭’ হয়ে উঠেন রোনালদো। গোল ডটকমের খবরে জানা গেছে, আবার দলে ফিরলেও ম্যান ইউর সাত নম্বর জার্সি সম্ভবত আর তার হাতে তুলে দেওয়া সম্ভব হবে না। অবশ্য ম্যান উইতে অ্যালেক্সিস সানচেজ, রাদামেল ফালকাও, অ্যাঞ্জেল ডি'মারিয়ার মতো তারকারা এই ৭ নম্বর জার্সি পরে খেললেও খুব একটা সাফল্য পাননি।

[৬] তবে ইউনাইটেডের হয়ে এই ৭ নম্বর জার্সির মাধুর্য কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন এডিনসন কাভানি। উরুগুয়ান তারকা নিজের জার্সি নম্বর ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন। তবে কাভানি চাইলেও রোনালদো ৭ নম্বর জার্সি পরতে পারবেন না। কারণ প্রিমিয়ার লিগে সব ক্লাবেরই এই মৌসুমের জন্য জার্সি নম্বর রেজিস্টার করানো হয়ে গেছে। তবে কাভানি দল ছাড়লে তবেই রোনালদো সাত নম্বর জার্সি পরতে পারবেন। তবে কাভানির দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই। ফলে রোনালদো যে সাত নম্বর জার্সি পরে খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।

[৭] ম্যান ইউতে বর্তমানে ১২ ও ১৫ নম্বরের পাশপাশি ২৮ নম্বর জার্সি ফাঁকা রয়েছে। লিওনেল মেসি পিএসজিতে গিয়ে তার শুরুর দিকের ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন। রোনালদো সেই পথে হাঁটেন কি না এখন সেটাই দেখার। রয়টার্স, স্কাই স্পোর্টস, এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়