মনিরুল ইসলাম: [২] জিয়াউর রহমানের কবরে তার মরদেহ নেই বলে চ্যালেঞ্জ করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
[৩] সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের আয়োজনে 'বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ চ্যালেঞ্জ করেন।
[৪] জিয়াউর রহমানের কবরে তার মরদেহ নেই উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আপনারা ছবি দেখান। ছবি যদি নাও থাকে বিজ্ঞানকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। ডিএনএ টেস্ট করলেই পাওয়া যাবে। যদি ওখানে কোনো কিছু থেকে থাকে, ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক।
[৫] তিনি বলেন, যদি প্রমাণ হয়, জাতির কাছে নাকে খৎ দিয়ে ক্ষমা চাইবো। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, জাতি বিচার করুক, অন্য কোনো দণ্ড দিলেও মেনে নেবো। আমি চ্যালেঞ্জ করি যে, সেখানে তার কোনো মরদেহ নেই।
[৬] মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।