শিরোনাম
◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপমানের বদলা নিলেন রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক: [২] ২০১৪ সালে কার্লো আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়নস লিগ জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে আবারও রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেয়েছেন আনচেলত্তি। স্প্যানিশ দলটি দুইজনের পুনর্মিলনের গুঞ্জন তৈরি হয়েছিল। ঠিক এমন সময় মাদ্রিদের কোচ জানিয়ে দেন, এগুলো সব গুজব। যা সিআর সেভেনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের কাছে বেশ অপমানজনকই মনে হয়েছিল। এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন রোনালদো। তারপরই আনচেলত্তিকে এক হাত নিলেন জর্জিনা।

[৩] স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গিতো টিভি ম্যানইউতে পর্তুগীজ তারকার দলে ভেড়ানোর বিষয়টি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে। সেখানে ক্যাপশন হিসেবে লিখা হয়, ঘরে স্বাগতম। এতে জর্জিনা মন্তব্য করেন, আশা করি আনচলেত্তি এখন যেন এটাও অস্বীকার না করে।

[৪] সম্প্রতি আনচেলত্তি রোনালদো রিয়ালে আসার বিষয়টি নিয়ে টুইট করেছিলেন। এতে তিনি লিখেন, ক্রিশ্চিয়ানো রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। তার জন্য আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আমি কখনো তার সঙ্গে আবার চুক্তির কথা বিবেচনা করিনি। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি।

[৫] লস ব্লাঙ্কোস কোচের টুইটের স্ক্রিনশটও এল চিরিঙ্গিতো নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। সেখানেও জর্জিনাকে ‘হাহাহা...’ মন্তব্য করতে দেখা যায়।

[৬] ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন রোনালদো। বার্নাব্যুর দলটির পক্ষে ৪৩৮ ম্যাচ ৪৫০ গোল তুলেন। দুটি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। রিয়ালে থাকাকালীন চারবার ব্যালন ডি’ অর ট্রফিতে নিজের নাম লেখান পর্তুগীজ অধিনায়ক। গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়