আব্দুল লতিফ : [২] টাঙ্গাইলের ঘাটাইলে চলতি রোপা আমন মৌসুমে ক্ষেতে গাছের ডাল দিয়ে পাখি বসার ব্যবস্থা করে ক্ষেতের ক্ষতিকারক পোকা মাকড় দমন পদ্ধতি (পার্চিং) ব্যবহার করার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য এ পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
[২] বৃহস্প্রতিবার (২৬ আগস্ট) সকাল থেকে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া ও পৌরসভা বøক এলাকায় এ পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
[৩] উৎসবে পার্চিং পদ্বতির উপকারীতা হিসেবে ক্ষেতের ক্ষতিকারক পোকা মাকড় নিয়ন্ত্রণ,পার্চিং ফসলের উৎপাদন খরচ কমায়, কীটনাষকের খরচ কমায় ও পরিবেশ দূষন থেকে রক্ষাকরাসহ নানা বিষয়ে কৃষকদের মাঝে আলোচনা করা হয়।