রিয়াজুর রহমান: [২] আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, সিআরবি আমাদের প্রাণ। প্রাণ ছাড়া চট্টগ্রাম বাঁচবে না।
সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে শহীদের কবরের উপরে চট্টগ্রামবাসী কোনো বেসরকারি হাসপাতাল চায় না।
[৩] চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ-প্রকৃতিকে রক্ষা করতে হবে। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নেই।
[৪] সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামের চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সিআরবি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ড. অনুপম সেন এসব কথা বলেন।
[৫] ড. অনুপম সেন আরো বলেন, শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য মণ্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনো ভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না ।