শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১, ১১:০৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক দ্বারা রোগী-স্বজন ও পুলিশকে মারধরের অভিযোগ

আব্দুল্লাহ মামুন: [২] বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগী, রোগীর স্বজন ও পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে। এমনকি দুই মাসের অন্তঃসত্ত¡া নারীর পেটে লাথি মারার অভিযোগও উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। সময়টিভি।

[৩] শনিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া আছলাম বগুড়া শাজাহানপুর উপজেলার নন্দগ্রামের বাসিন্দা।

[৪] মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই রাকিবুল হাসান ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অন্তঃসত্ত¡া নারী জয়নবের অবস্থার অবনতি ঘটলে তার স্বামী মাওলানা মুজাহিদী চিকিৎসকদের সহযোগিতা চান। তারা রোগীর কাছে আসতে না চাইলে প্রতিবাদ করায় বাগবিতÐার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ইন্টার্ন ও চিকিৎসকরা মুজাহিদীকে রুমে আটকে রেখে মারপিট করেন। তার ভাই জাকিরকেও এসময় মারধর করা হয়। এসময় অন্তঃসত্ত¡া জয়নব স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তার পেটেও লাথি ও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে আমি, কনস্টেবল শফিউল ও অরূপ বিশ্বাস গাইনি ওয়ার্ডে গিয়ে চিকিৎসকদের থামানোর চেষ্টা করলে আমাদেরকেও মারধর করেন চিকিৎসকরা। বাংলাট্রিবিউন।

[৫] পুলিশ কর্মকর্তা আরও বলেন, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের অবহেলা করা এবং সঠিক চিকিৎসানা দেওযার অভিযোগ অনেক দিনের। গত মার্চে ছুরিকাঘাতে আহত জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলাম খান চিকিৎসকদের অবহেলার কারণে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে।

[৬] তবে ঘটনাকে হট্টগোল বলে অবহিত করেছেন শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ। তিনি বলেন, চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের কিছুটা হট্টগোল হয়েছিল। পুলিশ এলে তারাও এরসঙ্গে জড়িয়ে পড়ে। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি; শুধুই ধস্তাধস্তি হয়েছে। এছাড়া নারীর পেটে লাথি দেওয়ার কোনও ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়