ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে ২ হাজার ১শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ।
[৩] শনিবার বিকেলে পৌরসভার হাজী গনি মার্কেট সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
[৪] আটক হলেন, টেকনাফ পৌরসভার খাংখার ডেইল এলাকার মৃত মৌলভী আফজালের ছেলে মো. সাইফুল্লাহ প্রকাশ সাইফুল (৩২)।
[৫] শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পৌরসভার বাস স্টেশন সংলগ্ন হাজী গনি মার্কেট এর সামনে কবিরের দোকানের পাশে মাদক বেচাকেনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের হেফাজতে থাকা ২ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৬] তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।