আবু জাহের: [২] বগুড়ার শেরপুরে ট্রাক চাঁপায় তৌফিকুল্লাহ (৩০) নামের এক প্রকৌশলী নিহতের ঘটনা ঘটেছে। এবং নিহতের মা নাজমা আক্তার লিলি (৪৭) গুরুতর আহত হয়েছেন।
[৩] শুক্রবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তৌফিকুল্লাহ পাবনা সাথিয়া সরিষা ভিটাপাড়া গ্রামের এম.এস ছানাউল্লাহর ছেলে। তিনি ঢাকায় পেট্রোবাংলায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
[৪] জানা যায়, বগুড়া থেকে প্রাইভেটকার নিয়ে পাবনা যাওয়ার পথে মির্জাপুর এলাকায় বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তৌফিকুল্লাহ মারা যায় এবং প্রাইভেটকারে আটকে থাকা মাকে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়।
[৫] এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে তাদের উদ্ধার করে লাশ পুলিশের কাছে হস্তান্তর ও আহত মাকে হাসপাতালে ভর্তি করিয়েছি।
[৬] শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, ট্রাকটি প্রাইভেটকারকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি।