শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে হামলার ঘটনায় আহত সাংবাদিকের মামলা দায়ের

জাকারিয়া জোসেফ: [২] সুনামগঞ্জের দিরাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত সাংবাদিক আবু হানিফ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেছেন । ঘটনার একদিন পর বুধবার বিকেলের দিকে দিরাই থানায় তিনি মামলা দায়ের করেন। মামলায় সাবেক মেয়র মোশাররফ মিয়ার দুই পুত্র ট্রিপল হত্যা মামলার পরোয়ানা ভুক্ত আসামী উজ্জল মিয়া ও তাজবির মিয়া সহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চত করে ওসি আজিজুর রহমান জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।

[৩] উল্লেখ্য যে মঙ্গলবার বিকেলের দিকে পৌর শহরের দাউদপুর গ্রামে পুলিশের সামনেই এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিককে প্রথমে দিরাই হাসপাতালে ভর্তি করা হয় এরপর কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সাংবাদিক আবু হানিফ চৌধুরী জাতীয় দৈনিক কালের কন্ঠ প্রত্রিকার দিরাই- শাল্লা ও দৈনিক সুনামগঞ্জ খবর প্রত্রিকার দিরাই প্রতিনিধি হিসেব কর্মরত আছেন।

[৪] দিরাই প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদার বলেন, সাংবাদিক আবু হানিফের উপর ন্যক্কার জনক হামলার ঘটনার নিন্দা জানাই্ জড়িতদের অভিলম্বে গ্রেফতার করতে হবে উল্লেখ করে বলেন অন্যতায় সাংবাদিকরা কঠোর আন্দেলনে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়