শরীফ শাওন: [২] করোনার কারণে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস ও নৈর্বাচনিক তিন বিষয়ে যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে তা প্রস্তুত করে নিজ নিজ প্রতিষ্ঠানে জামাদানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
[৩] বুধবার বোর্ড কর্তৃপক্ষ জানায়, ব্যবহারিকের বিষয়ে পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচিতে উল্লেখ করা আছে। সে অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ২টি ব্যবহারিক কার্যক্রমের খাতা স্ব স্ব বিদ্যালয়ে জমা দিতে হবে। একইভাবে এইচএসসি ও সমামান পরীক্ষার্থীদের ব্যবহারিক আছে এমন বিষয়ের প্রতিটির জন্য ২টি করে ব্যবহারিক কার্যক্রম খাতা জমা দিতে হবে। তবে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কোন শিক্ষার্থী দুইয়ের বেশি ব্যবহারিক খাতা তৈরি করে থাকলে তা জামা দিতে পারবে।