শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বর থেকেই কোভিডের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিক থেকে আমেরিকানদের কোভিডের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে আলোচনার সঙ্গে সম্পর্কিত এক সূত্র। বিষয়টি এখন মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রয়টার্স

[৩] ইতোমধ্যে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করেছেন। তারা একমত হয়েছেন যে প্রথম ডোজের আট মাস পরই বুস্টার ডোজ নেয়া উচিত।

[৪] নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই সপ্তাহে কর্তৃপক্ষ বুস্টার ডোজের টিকাদান নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে। প্রথম দিকের বুস্টার ডোজগুলো নার্সিংহোমের বাসিন্দা, স্বাস্থ্যসেবা কর্মী এবং এর পরের ধাপে বয়স্করা পাবেন।

[৫] গত সপ্তাহে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজের অনুমোদন দেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই ডোজের পর করোনার ডেল্টা ধরণের কারণে কিছুটা দুর্বলতা থেকে যায় তা, প্রশাসনের লক্ষ্য হলো যারা ফাইজার-বায়োএনটেক বা মর্ডানার টিকা নিয়েছেন তাদের জানানো যে করোনার বিভিন্ন ধরণের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হবে।

[৬] প্রতিবেদনে আরো বলা হয়, কর্মকর্তারা জনসন এন্ড জনসনের টিকা গ্রহণকারীদের ক্ষেত্রেও একই মত দিয়েছেন। জনসনের টিকা এক ডোজের। তাই অতিরিক্ত আরেকটি ডোজের প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে।

[৭] প্রসঙ্গত, নিম্নআয়ের দেশগুলোর বাসিন্দারা যেখানে এক ডোজ টিকাও পাচ্ছেন না সেখানে ধনী দেশগুলোর বুস্টার ডোজ বিলাসিতা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু হু’র উদ্বেগকে তোয়াক্কা না করে অনেক দেশই বুস্টার ডোজের দিকে ঝুঁকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়