শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বর থেকেই কোভিডের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিক থেকে আমেরিকানদের কোভিডের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে আলোচনার সঙ্গে সম্পর্কিত এক সূত্র। বিষয়টি এখন মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রয়টার্স

[৩] ইতোমধ্যে মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করেছেন। তারা একমত হয়েছেন যে প্রথম ডোজের আট মাস পরই বুস্টার ডোজ নেয়া উচিত।

[৪] নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই সপ্তাহে কর্তৃপক্ষ বুস্টার ডোজের টিকাদান নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে। প্রথম দিকের বুস্টার ডোজগুলো নার্সিংহোমের বাসিন্দা, স্বাস্থ্যসেবা কর্মী এবং এর পরের ধাপে বয়স্করা পাবেন।

[৫] গত সপ্তাহে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজের অনুমোদন দেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই ডোজের পর করোনার ডেল্টা ধরণের কারণে কিছুটা দুর্বলতা থেকে যায় তা, প্রশাসনের লক্ষ্য হলো যারা ফাইজার-বায়োএনটেক বা মর্ডানার টিকা নিয়েছেন তাদের জানানো যে করোনার বিভিন্ন ধরণের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হবে।

[৬] প্রতিবেদনে আরো বলা হয়, কর্মকর্তারা জনসন এন্ড জনসনের টিকা গ্রহণকারীদের ক্ষেত্রেও একই মত দিয়েছেন। জনসনের টিকা এক ডোজের। তাই অতিরিক্ত আরেকটি ডোজের প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে।

[৭] প্রসঙ্গত, নিম্নআয়ের দেশগুলোর বাসিন্দারা যেখানে এক ডোজ টিকাও পাচ্ছেন না সেখানে ধনী দেশগুলোর বুস্টার ডোজ বিলাসিতা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু হু’র উদ্বেগকে তোয়াক্কা না করে অনেক দেশই বুস্টার ডোজের দিকে ঝুঁকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়