শিরোনাম
◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে ◈ উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে ২৫ কোটি টাকার ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার ◈ বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে ◈ প্রবাসীদের পোস্টাল ভোট: ৫ দিনে নিবন্ধন বাধ্যতামূলক, অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা ইসির ◈ সোনার নতুন দাম, কত কমলো? ◈ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারাল বাংলাদেশ ◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধভাবে বালু উত্তোলন : ফরিদপুরে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলো প্রশাসন

হারুন-অর-রশীদ: [২] জেলার নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্যালো মেশিন চালিত দুটি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা এই অভিযান পরিচালনা করেন।

[৩] জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন খাল-বিল থেকে স্যালো মেশিন চালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ী। এতে করে এলাকার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুঁমকির মুখে পড়েছে।

[৪] এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে নগরকান্দা পৌরসভার বালিয়া এলাকা থেকে ২টি স্যালো চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে। এসময় পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

[৫] নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন এলাকার খাল-বিলে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এসময় ২টি স্যালো চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করি।

[৭] তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়