শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধভাবে বালু উত্তোলন : ফরিদপুরে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করলো প্রশাসন

হারুন-অর-রশীদ: [২] জেলার নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্যালো মেশিন চালিত দুটি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা এই অভিযান পরিচালনা করেন।

[৩] জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন খাল-বিল থেকে স্যালো মেশিন চালিত ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ী। এতে করে এলাকার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুঁমকির মুখে পড়েছে।

[৪] এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান চালিয়ে নগরকান্দা পৌরসভার বালিয়া এলাকা থেকে ২টি স্যালো চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা দ্রুত সটকে পড়ে। এসময় পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

[৫] নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন এলাকার খাল-বিলে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এসময় ২টি স্যালো চালিত ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করি।

[৭] তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়