স্পোর্টস ডেস্ক: [২] মওসুমের শুরুতেই দুর্দান্ত মোহাম্মদ সালাহ। তার দাপটেই ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয়ে লিগ অভিযান শুরু করেছে লিভারপুল। নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে অলরেডস। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৬ মিনিটেই লিড নেয় লিভারপুল। সালাহর অ্যাসিস্টে ডান পায়ের দারুণ ফিনিশিংয়ে গোল করেন দিয়াগো জোতার। প্রথমার্ধের বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দল।
[৩] বিরতির পর আবারও সালাহ ম্যাজিক। এবার তার বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন রবার্তো ফিরমিনো। এর নয় মিনিট পরে এবার নিজেই গোলের দেখা পান মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এতে ৩-০ গোলের সহজ জয় নিশ্চিত হয় লিভারপুলের। - দ্য সান/ গোল ডটকম