জেরিন আহমেদ: [২] সদ্য নির্বাচিত মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামকে ধানমন্ডি থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
[৩] উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে নবনির্বাচিত আহবায়ক সালাম সাহেবকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, থানা বিএনপির প্রবীণ নেতা মো. রমজান আলী , থানার সহ সভাপতি আবু নাছের চৌধুরী , যুগ্ন সাধারণ সম্পাদক মাশফিক শরীফ সরকার, সহ সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম ও ধানমন্ডি ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দিলা এবং থানা বি এন পি সদস্য সাবেক ছাত্রনেতা মো. ইয়াছিন মোল্লা , সাবেক বৃহত্তর ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ রাজীব , ছাত্রদল নেতা ইমরান হোসেন, থানা শ্রমিক দল সহসভাপতি শাহজাহান মাঝি, রাসেল,চুন্নু যুবনেতা নূর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
[৪] শনিবার সকাল দশটায় পূর্ব নির্ধারিত সাক্ষাৎ পর্বের আলোচনা সভায় , নতুন আহবায়ক জনাব আব্দুস সালাম সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ মহূর্ত থেকে দল মত নির্বিশেষে , রাষ্ট্রের সকল জনগণকে সাথে নিয়ে , দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে ।
[৫] এসময় তিনি আরও বলেন, চিরতরে এ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে শহীদ জিয়ার দেশ বিনির্মাণে ঘোষিত ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন করে তাঁর স্বপ্নের স্বনির্ভর বাংলা গঠনকল্পে , ঐক্যবদ্ধ দেশ ও সফল রাষ্ট্র পুনর্গঠন কর্মসূচির পথে এক কঠিন গণঐক্যে নেতৃত্ব দিতে হবে ।