শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাতাদের জন্য এখন ইনডোর শুটিংই ভরসা

ইমরুল শাহেদ: কঠোর নিষেধাজ্ঞা শিথিল হতেই এখন শুটিংয়ের কাজ শুরু হলেও তাতে লোকেশন হিসেবে আউটডোরকে ব্যবহার করা হচ্ছে না। একজন নির্মাতা জানালেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি এখনই আউটডোরে কোনো শুটিং করবেন না।

পরিচালক এফআই মানিক নতুন একটি ছবির শুটিং করতে চেয়েছিলেন চাঁদপুরে। সেটা তিনি বাতিল করে দিয়েছেন। পরিচালক সৈকত নাসির এফডিসির অপর ষ্টুডিও ‘ফিল্ম সিটি’তে বেশ কয়েকদিন কাজ করেছেন ‘তালাশ’ ছবির। এ ছবির শিল্পীরা ছিলেন বুবলী, আদর আজাদ এবং আরেকজন নায়ক। তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কাজ হচ্ছে এফডিসিতে। তাতে অংশ নিচ্ছেন শাকিব খান। তার সঙ্গে যোগ দেবেন বুবলী।

নির্মাতারা এখন ষ্টুডিওর ঘেরাটোপের মধ্যেই থাকতে চাইছেন। অভিনেত্রী কেয়া দুই দিনে দুটি ছবির কাজ শুরু করেছেন। এই ছবিগুলোর মধ্যে রয়েছে ‘কথা দিলাম’ ও ‘মুনাফিক’। দুটি ছবির কাজই হচ্ছে গাজীপুরের পূবাইলে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি নতুন ছবি। সেটি হলো এমকে জামানের ‘কি করে ভুলি তোরে’। এই ছবির শিল্পীরা হলেন মারিয়া মাইসা ও নয়ন। পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, আরো কয়েকটি ছবির কাজ শুরু হয়ে যাবে আগামী সপ্তাহে। স্থবিরতা ও আলস্য কাটিয়ে চিত্রকর্মীরাও ব্যস্ত হতে শুরু করেছেন। অনুদান পাওয়া ছবিগুলোর মধ্যে বেশ কয়েকটির কাজ শুরু হবে।

প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু অনুদানের একটি ছবি নিয়ে পরীমণির অপেক্ষায় আছেন। যদি পরীমণি ছাড়া পেতে বিলম্ব হয় তাহলে তিনি নায়িকা বদল করবেন কিনা সে বিষয়ে কোনো কথা বলেননি। পরীমণি গ্রেপ্তার হওয়ার কারণে ঐতিহাসিক ছবি ‘প্রীতিলতা’র কাজও বাতিল হয়ে গেছে। পরিচালক বলেছেন, পরীমণির জন্য অপেক্ষা করা ছাড়া তার আর কোনো গত্যন্তর নেই। তিনি চট্টগ্রামে সেট বানিয়েই শুটিং করার কথা ছিল। একজন পরিচালক বলেন, স্বাস্থ্যবিধি মেনে কাজ করার একটা বিষয় যেমন আছে, তেমনি আউটডোরে শুটিং করতে গেলে কৌতুহলী অনেক লোক জড়ো হয়। এই সমস্যা এড়াতেও আউটডোরে শুটিং করা এই মুহূর্তে সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়