শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ব্যাটিং কোচ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১২ আগস্ট) বিসিবির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জিম্বাবুয়ে সফরে পরামর্শকের দায়িত্ব পাওয়া অ্যাশওয়েল প্রিন্সকেই ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা যায়, ২০০২ সালে প্রোটিয়াদের হয়ে অভিষেক হয় অ্যাশওয়েল প্রিন্সের। ২০১১ সালে নিয়েছেন অবসর। দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬৬ টেস্টে রান তুলেছেন ৩ হাজার ৬৬৫। গড় ৪১.৬৪। ১১টি শতক ও সমান সংখ্যক অর্ধশতক রয়েছে নামের পাশে। জাতীয় দলের হয়ে ৫২টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩৫.১০ গড়ে হাজারে বেশি রান তুলেছেন। শতক না থাকলেও তিনটি অর্ধ শতক রয়েছে তার।

চলতি বছরের মে মাসে ইংলিশ ব্যাটিং পরামর্শক জন লুইসের সঙ্গে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন করে তার সঙ্গে চুক্তি না বাড়িয়ে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে নিয়োগ দেয় বিসিবি।

আগামী মাসে নিউজিল্যান্ড সফর থেকে কোচ হিসেবে যাত্রা শুরু করবেন প্রিন্স। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলা সংক্ষিপ্ত আসরের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করছেন তিনি।

চুক্তি অনুযায়ী ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটসম্যানদের দেখভাল করবেন দক্ষিণ আফ্রিকার এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়