শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগর পৌরসভায় চলছে চতুর্থ দিনের গণটিকা কার্যক্রম

জামাল হোসেন খোকন: [২] নানামুখী গুজব ও শঙ্কা পেছনে ফেলে গত শনিবার (৭ই আগস্ট) থেকে সারা দেশের ন্যায় জীবননগর পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উৎসবমুখর পরিবেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত তিন দিনে পৌরসভার ৬ টি ওয়ার্ডে ১ হাজার ২’শ জন টিকা নিয়েছেন।

[৩] আজ মঙ্গলবার (১০ই আগস্ট ) চতুর্থ দিনের মতো চলছে পৌরসভার ৩,৫ ও ৯ নং ওয়র্ডে টিকাদান কর্মসূচি। সকাল নয়টা থেকে একযোগে ৩টি ওয়ার্ডে টিকা দেয়া শুরু হয়েছে। ৩ টি ওয়ার্ডে আজ আরো ৬’শ জন টিকা গ্রহণ করবেন।

[৪] এব্যাপারে জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, টিকাদান কর্মসূচির চতুর্থ দিনে পৌরসভার ৩ টি ওয়ার্ডের টিকাদান কেন্দ্র গিয়ে দেখলাম আগের তিন দিনের তুলনায় আজ টিকা নেয়ায় বেশি আগ্রহ দেখা যাচ্ছে মানুষের মধ্য। মানুষ টিকা নিতে সারিবদ্ধ হয়ে নারী পুরুষ উভয়ে আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে আছেন। অনেককে টিকা নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

[৫] টিকা নিয়েছিলেন তাদের কারও মধ্যে গুরুতর কোন উপসর্গ দেখা না দেয়ায় টিকা গ্রহণে জনগণের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

[৬] জীবননগর পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ১ হাজার ৮শ জনকে প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে। তবে পৌরসভার ২৫বছর থেকে তার উপরের সকল নাগরিকদের পর্যাক্রমে টিকা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়