শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগর পৌরসভায় চলছে চতুর্থ দিনের গণটিকা কার্যক্রম

জামাল হোসেন খোকন: [২] নানামুখী গুজব ও শঙ্কা পেছনে ফেলে গত শনিবার (৭ই আগস্ট) থেকে সারা দেশের ন্যায় জীবননগর পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উৎসবমুখর পরিবেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গত তিন দিনে পৌরসভার ৬ টি ওয়ার্ডে ১ হাজার ২’শ জন টিকা নিয়েছেন।

[৩] আজ মঙ্গলবার (১০ই আগস্ট ) চতুর্থ দিনের মতো চলছে পৌরসভার ৩,৫ ও ৯ নং ওয়র্ডে টিকাদান কর্মসূচি। সকাল নয়টা থেকে একযোগে ৩টি ওয়ার্ডে টিকা দেয়া শুরু হয়েছে। ৩ টি ওয়ার্ডে আজ আরো ৬’শ জন টিকা গ্রহণ করবেন।

[৪] এব্যাপারে জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, টিকাদান কর্মসূচির চতুর্থ দিনে পৌরসভার ৩ টি ওয়ার্ডের টিকাদান কেন্দ্র গিয়ে দেখলাম আগের তিন দিনের তুলনায় আজ টিকা নেয়ায় বেশি আগ্রহ দেখা যাচ্ছে মানুষের মধ্য। মানুষ টিকা নিতে সারিবদ্ধ হয়ে নারী পুরুষ উভয়ে আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে আছেন। অনেককে টিকা নেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

[৫] টিকা নিয়েছিলেন তাদের কারও মধ্যে গুরুতর কোন উপসর্গ দেখা না দেয়ায় টিকা গ্রহণে জনগণের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।

[৬] জীবননগর পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ১ হাজার ৮শ জনকে প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে। তবে পৌরসভার ২৫বছর থেকে তার উপরের সকল নাগরিকদের পর্যাক্রমে টিকা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়