শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনায় ৭ জনের, শনাক্ত ১৭৬

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে করোনায় ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৪ এবং উপসর্গে ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৫ জন। এক দিনে ৪৮০ নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ২৫৯ জনে।

[৩] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত ৭ জনের মধ্যে ফরিদপুরের ৬ ও রাজবাড়ীর ১ জন রয়েছেন।

[৪] করোনায় মৃত্যু হওয়া ৪ জন হলেন- ভাঙ্গার আসমা বেগম (৪০), সদরপুরের পান্নু মৃধা (৪৯) বোয়ালমারীর নিলুফা ইয়াসমিন (৫৭) ও রাজবাড়ীর বালিয়াকান্দির বৈদ্যনাথ দাস (৬৫)।

[৫] সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, পিসিআর ল্যাবে শনাক্ত ১৬৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৯, ভাঙ্গায় ১৭, বোযালমারীতে ৫, নগরকান্দায় ৬, মধুখালীতে ১৯, সদরপুরে ২২, চরভদ্রাসনে ১০, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ৭৭ জন রয়েছেন। বাকি ৯ জন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

[৬] ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৮১ জন।

[৭] এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২১৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৪৫ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়