শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৩:২৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে করোনায় ৭ জনের, শনাক্ত ১৭৬

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে করোনায় ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৪ এবং উপসর্গে ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪৫ জন। এক দিনে ৪৮০ নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ২৫৯ জনে।

[৩] সিভিল সার্জনের কার্যালয় সূত্রে মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য জানা গেছে। মৃত ৭ জনের মধ্যে ফরিদপুরের ৬ ও রাজবাড়ীর ১ জন রয়েছেন।

[৪] করোনায় মৃত্যু হওয়া ৪ জন হলেন- ভাঙ্গার আসমা বেগম (৪০), সদরপুরের পান্নু মৃধা (৪৯) বোয়ালমারীর নিলুফা ইয়াসমিন (৫৭) ও রাজবাড়ীর বালিয়াকান্দির বৈদ্যনাথ দাস (৬৫)।

[৫] সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, পিসিআর ল্যাবে শনাক্ত ১৬৭ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৯, ভাঙ্গায় ১৭, বোযালমারীতে ৫, নগরকান্দায় ৬, মধুখালীতে ১৯, সদরপুরে ২২, চরভদ্রাসনে ১০, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ৭৭ জন রয়েছেন। বাকি ৯ জন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

[৬] ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার (১০ আগস্ট) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৮১ জন।

[৭] এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২১৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৪৫ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়