শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় : সেই সাগর গ্রেপ্তার (ভিডিও)

রুবেল মজুমদার: [২] কুমিল্লার তিতাসে গরীবের ডাক্তারখ্যাত এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় করা অভিযুক্ত সাগরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

[৩] সোমবার (৯ আগস্ট) ভোরে রাজধানীর ডেমরার মাতুইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

[৪] তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুদিন চন্দ্র দাস সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তিনি বলেন, ‘রোববার রাতে ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসে। এরপর আমরা অভিযানে নামি। অভিযুক্ত সাগরকে সোমবার ভোরে ডেমরা থানার মাতুইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে যে পিস্তল দেখিয়ে সাগর চাঁদাবাজি করে আসছিল, তা এখনো উদ্ধার করা যায়নি। তাকে নিয়ে আমরা অস্ত উদ্ধার অভিযানে বের হয়েছি।’

[৬] ওসি শুদিন চন্দ্র দাস আরও বলেন, ‘সাগরের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফেতারি পরোয়ানা রয়েছে।’

[৭] এর আগে রোববার বিকেল ৪টার দিকে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে চিকিৎসক শামসুল হুদার চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সাগর। তাকে নগদ ও বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকাও দেন শামসুল হুদা। এসময় সিসি ক্যামরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়