শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসককে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় : সেই সাগর গ্রেপ্তার (ভিডিও)

রুবেল মজুমদার: [২] কুমিল্লার তিতাসে গরীবের ডাক্তারখ্যাত এক পল্লী চিকিৎসকের চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় করা অভিযুক্ত সাগরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর উপজেলার শাহপুর গ্রামের মৃত হাবুল মিয়ার ছেলে ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই।

[৩] সোমবার (৯ আগস্ট) ভোরে রাজধানীর ডেমরার মাতুইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

[৪] তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুদিন চন্দ্র দাস সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৫] তিনি বলেন, ‘রোববার রাতে ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসে। এরপর আমরা অভিযানে নামি। অভিযুক্ত সাগরকে সোমবার ভোরে ডেমরা থানার মাতুইল এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে যে পিস্তল দেখিয়ে সাগর চাঁদাবাজি করে আসছিল, তা এখনো উদ্ধার করা যায়নি। তাকে নিয়ে আমরা অস্ত উদ্ধার অভিযানে বের হয়েছি।’

[৬] ওসি শুদিন চন্দ্র দাস আরও বলেন, ‘সাগরের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফেতারি পরোয়ানা রয়েছে।’

[৭] এর আগে রোববার বিকেল ৪টার দিকে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজারে চিকিৎসক শামসুল হুদার চেম্বারে ঢুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন সাগর। তাকে নগদ ও বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকাও দেন শামসুল হুদা। এসময় সিসি ক্যামরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়