শিরোনাম
◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২১, ১২:১৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২১, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশাল থানায় সাংবাদিক আক্কাসের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানীর মামলা

স্বপন: [২] ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশাল পিবিআই এর চার্জশীটভুক্ত আসামি আক্কাস সিকদারের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানী ও মারধরের অভিযোগে বরিশাল থানায় মামলা হয়েছে।

[৩] গত ৫ আগস্ট বরিশাল থানায় ঝালকাঠি জেলা মহিলালীগের সহসভাপতি ফাতেমা শরীফ বাদী হয়ে আক্কাসসহ ৩ জনকে আসামি করে এ মামলা করেন। এজাহারে বাদী উল্লেখ করেন, আসামিরা তাকে কুপ্রস্তাব ও খারাপ মন্তব্য করে আসছিল। গত ৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল সদর রোডে সিটি কলেজ গলিতে বাদীকে দেখে পথ রোধ করে তার শ্লীলতাহানী ঘটায় এবং মারধর করে।

[৪] এর আগে বর্তমান সরকারের ২ মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় আক্কাসের বিরুদ্ধে গত ২৮ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে ঝালকাঠি থানায় আরো একটি মামলা হয়। একই দিন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে মন্ত্রীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের লিখিত প্রতিবাদ জানানো হয়েছে। এরপর থেকেই সে পলাতক।

এদিকে ঝালকাঠি প্রেসক্লাবের এক জরুরি সভায় গত ১ আগস্ট সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে হওয়া এসব মামলার নিন্দা জানিয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ঝালকাঠি প্রেসক্লাব। ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন সাংবাদিকদের জানান আক্কাসের ব্যক্তিগত মন্তব্যের দায়ভার সংগঠন নিবে না। এছাড়াও আক্কাস সিকদার আইনজীবী পেশায় থাকায় তার বিরুদ্ধে একটি মামলায় বাদী বিবাদীর পক্ষে মামলা পরিচালনার অভিযোগ করা হয়েছে। ঝালকাঠির জনৈক সাংবাদিক জেলা আইনজীবী সমিতিতে এ অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের নির্দশনা দিয়েছে জেলা বারের সভাপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়