শিরোনাম
◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা  ◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১০:৩৭ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে জেলেদের জালে দেখা মিলছে না রুপালী ইলিশ

উত্তম কুমার: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে দেখা মিলছেনা রুপালী ইলিশ। দীর্ঘ নিষেধাজ্ঞা পর অনেক আশা নিয়ে গভীর সমুদ্রে যায় জেলেরা। কিন্তু তারা এখন পর্যন্ত ইলিশের দেখা পায়নি।

সাগর চষে ইতোমধ্যে বেশ কয়েকটি ট্রলার শুন্য হাতে ঘাটে ফিরে এসেছে। জালে বড় সাইজের ইলিশ ধরা পরবে এসব জেলেদের স্বপ্ন ছিলো। কারো জালেই বড় ইলিশ ধরা পরেনি। তবে পেয়েছে সামান্য কিছু ছোট সাইজের ইলিশ। এতে বাজার খরচ ওঠেনি কারো। তারপরও লোকসানের বোঝা মাথায় নিয়ে ফের সমুদ্রে যাচ্ছে ফিরে আসা ট্রলারগুলো ।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, ৬৫দিনের অবরোধ শেষ হয়েছে গত ২৩ জুলাই। ২৪ জুলাই জেলেদের সমুদ্রে মাছ শিকার করতে যাওয়ার প্রস্তুতি থাকলেও বৈরী আবহাওয়ার কারণে যেতে পারেনি। এরপর তারা গত ২৭-২৮ জুলাই একযোগে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। কিন্তু এখন পর্যন্ত কোন সাগরে ইলিশের সন্ধান পায়নি।

এদিকে পোনে দুই লক্ষ টাকার বাজার নিয়ে ৭ দিন সমুদ্রে চষে ইঞ্জিণের ত্রুটি নিয়ে বুধবার দুপুরে ঘাটে ফিরছে এফবি জিহাদ নামের একটি মাছ ধরা ট্রলার। ১৬ কেজি ইলিশ, ৪টি গোলপাতাসহ সামান্য কিছু টোনাফিস নিয়ে ঘাটে ফিরে ৪০ হাজার টাকা বিক্রয় করেছেন।

দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম মৎস্য বন্দর আলীপুর আড়ৎ পট্টিতে সাথে কথা হয় ট্রলারের মাঝি আব্দুল জলিলের। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে তিনি বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বড় আশা নিয়ে সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে ৪০ হাজার টাকা বিক্রয় করেছি। এতে ট্রলারের ১৮ জন জেলের পরিবার কেমনে চলে।

অপর এক ট্রলারের মিস্ত্রি ছগির হোসেন গাজী বলেন, তারা দেড় লক্ষ টাকার বাজার নিয়ে সমুদ্রে মাছ শিকারে যায়। তারা তীরে এসে মাছ বিক্রয় করেছেন ৫৫ হাজার টাকা। জালে ইলিশ ধরা পরবে এমন আশা নিয়ে এই লোকসানের বোঝা মাথায় নিয়ে আবার সমুদ্রে যাবো বলে তিনি জানিয়েছেন।

ট্রলার মালিক মো.আল-আমিন হাওলাদার বলেন, এভাবে চলতে থাকলে ট্রলার বিক্রয় করা ছাড়া উপায় থাকবে না।

মৎস্য ব্যবসায়ী মো.মিজানুর রহমান বলেন, আড়ৎ পট্টির আড়ৎদাররা অনেক ধরা দেনা করে বর্তমানে ব্যবসা ঠিক রাখছেন। এখন সাগরে জেলেদের জালে মাছ না মিললে পালিয়ে এলাকা ছাড়তে হবে।

আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো. অনছার উদ্দিন মোল্লা বলেল, আড়ৎদাররা অনেক ধার দেনায় জর্জড়িত হয়ে গেছে। তবে সাগরে জেলেদের জালে ইলিশ ধরা পরলেই আড়ৎদাররা সমস্যা থেকে উত্তোলন পাবে। আর এ মৎস্য বন্দরের ফিরে আসবে প্রানচাঞ্চল্যতা এমন প্রত্যাশা করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়