রাহুল রাজ: [২] বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অগ্রগতি হয়েছে দুই দলের খেলোয়াড়দের। সাকিব আল হাসান ও নাঈম শেখের সঙ্গে অতিথি দলের মিচেল মার্শের উন্নতি হয়েছে।
[৩] বাংলাদেশের নাঈম ব্যাট হাতে ২৯ বলে করেন ৩০ রান। ব্যাটসম্যান র্যাংকিং তালিকায় তার সাত ধাপ উন্নতি হয়েছে। তার সঙ্গে যৌথভাবে ২৫তম স্থানে মার্শ। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার দলের হয়ে ৪৫ রানের ব্যক্তিগত সেরা ইনিংস খেলেন।
[৪] স্বাগতিকদের ২৩ রানের জয়ে ব্যাটে ও বলে ভূমিকা রেখেছেন সাকিব। বল হাতে ২৪ রান খরচায় নেন ১ উইকেট। তিন ধাপ এগিয়ে এই তালিকায় বাঁহাতি স্পিনারের অবস্থান ১৮ নম্বরে।
[৫] ব্যাট হাতেও সাকিব খেলেছেন ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এখন তিনি র্যাংকিংয়ের ৫৬তম ব্যাটসম্যান। অলরাউন্ডার র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন বাংলাদেশি তারকা।
[৬] বাকি চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে র্যাংকিংয়ে দুই দলের খেলোয়াড়রা আরো উন্নতি করবেন বলে প্রত্যাশা। - আইসিসি