শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে ২০০ মিটারেও জ্যামাইকান এলেইন টম্পসন সেরা

স্পোর্টস ডেস্ক: [২] ১০০ মিটারের মতো ২০০ মিটার স্প্রিন্টেও বিদ্যুৎ গতির এক দৌড়ে জ্যামাইকার এই তারকা ধরে রাখলেন মুকুট। টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে মঙ্গলবার (৩ আগস্ট) ২১ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন টম্পসন। ২১ দশমিক ৮১ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা পেয়েছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা।

[৩] বিশ্ব রেকর্ড বা অলিম্পিকসের রেকর্ড, কোনোটিরই অবশ্য খুব একটা কাছাকাছি যেতে পারেননি টম্পসন। ২১ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ডই ১৯৮৮ সালের সিউল অলিম্পিকসে গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিত-জয়নার। তবে এ ইভেন্টে টম্পসনের টাইমিং এখন দ্বিতীয় সেরা।

[৪] যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল থমাস ২১ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। এ ইভেন্টেও হতাশা সঙ্গী হলো শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের। ২১ দশমিক ৯৪ সেকেন্ড টাইমিং করে চতুর্থ হয়েছেন জ্যামাইকার এই তারকা স্প্রিন্টার।

[৫] গত শনিবার অলিম্পিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে মুকুট ধরেন টম্পসন। ভাঙেন অলিম্পিকসের ৩৩ বছরের পুরান রেকর্ড।

[৬] টম্পসনের টাইমিং মেয়েদের ১০০ মিটারের ইতিহাসে দ্বিতীয় সেরা। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে অলিম্পিক ট্রায়ালে ১০ দশমিক ৪৯ সেকেন্ড নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন গ্রিফিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই সাবেক তারকার চেয়ে মাত্র দশমিক ১২ সেকেন্ড বেশি সময় নিয়ে টোকিওতে দৌড় শেষ করেন ২৯ বছর বয়সী টম্পসন। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়