শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে ২০০ মিটারেও জ্যামাইকান এলেইন টম্পসন সেরা

স্পোর্টস ডেস্ক: [২] ১০০ মিটারের মতো ২০০ মিটার স্প্রিন্টেও বিদ্যুৎ গতির এক দৌড়ে জ্যামাইকার এই তারকা ধরে রাখলেন মুকুট। টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে মঙ্গলবার (৩ আগস্ট) ২১ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন টম্পসন। ২১ দশমিক ৮১ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা পেয়েছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা।

[৩] বিশ্ব রেকর্ড বা অলিম্পিকসের রেকর্ড, কোনোটিরই অবশ্য খুব একটা কাছাকাছি যেতে পারেননি টম্পসন। ২১ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ডই ১৯৮৮ সালের সিউল অলিম্পিকসে গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিত-জয়নার। তবে এ ইভেন্টে টম্পসনের টাইমিং এখন দ্বিতীয় সেরা।

[৪] যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল থমাস ২১ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। এ ইভেন্টেও হতাশা সঙ্গী হলো শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের। ২১ দশমিক ৯৪ সেকেন্ড টাইমিং করে চতুর্থ হয়েছেন জ্যামাইকার এই তারকা স্প্রিন্টার।

[৫] গত শনিবার অলিম্পিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে মুকুট ধরেন টম্পসন। ভাঙেন অলিম্পিকসের ৩৩ বছরের পুরান রেকর্ড।

[৬] টম্পসনের টাইমিং মেয়েদের ১০০ মিটারের ইতিহাসে দ্বিতীয় সেরা। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে অলিম্পিক ট্রায়ালে ১০ দশমিক ৪৯ সেকেন্ড নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন গ্রিফিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই সাবেক তারকার চেয়ে মাত্র দশমিক ১২ সেকেন্ড বেশি সময় নিয়ে টোকিওতে দৌড় শেষ করেন ২৯ বছর বয়সী টম্পসন। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়