শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিকে ২০০ মিটারেও জ্যামাইকান এলেইন টম্পসন সেরা

স্পোর্টস ডেস্ক: [২] ১০০ মিটারের মতো ২০০ মিটার স্প্রিন্টেও বিদ্যুৎ গতির এক দৌড়ে জ্যামাইকার এই তারকা ধরে রাখলেন মুকুট। টোকিও অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে মঙ্গলবার (৩ আগস্ট) ২১ দশমিক ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হন টম্পসন। ২১ দশমিক ৮১ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা পেয়েছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা।

[৩] বিশ্ব রেকর্ড বা অলিম্পিকসের রেকর্ড, কোনোটিরই অবশ্য খুব একটা কাছাকাছি যেতে পারেননি টম্পসন। ২১ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ডই ১৯৮৮ সালের সিউল অলিম্পিকসে গড়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিত-জয়নার। তবে এ ইভেন্টে টম্পসনের টাইমিং এখন দ্বিতীয় সেরা।

[৪] যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল থমাস ২১ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। এ ইভেন্টেও হতাশা সঙ্গী হলো শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের। ২১ দশমিক ৯৪ সেকেন্ড টাইমিং করে চতুর্থ হয়েছেন জ্যামাইকার এই তারকা স্প্রিন্টার।

[৫] গত শনিবার অলিম্পিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে মুকুট ধরেন টম্পসন। ভাঙেন অলিম্পিকসের ৩৩ বছরের পুরান রেকর্ড।

[৬] টম্পসনের টাইমিং মেয়েদের ১০০ মিটারের ইতিহাসে দ্বিতীয় সেরা। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে অলিম্পিক ট্রায়ালে ১০ দশমিক ৪৯ সেকেন্ড নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন গ্রিফিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই সাবেক তারকার চেয়ে মাত্র দশমিক ১২ সেকেন্ড বেশি সময় নিয়ে টোকিওতে দৌড় শেষ করেন ২৯ বছর বয়সী টম্পসন। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়