তাহেরুল আনাম: [২] জানা গেছে ৩১ জুলাই শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ টায় উপজেলা রনগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত দলিরাম দেব শর্মাল পুত্র মজেন্দ্র নাথ দেবশর্মা বাড়ির পশ্চিম পাশের কাঠাঁল গাছে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন।
[৩] তার পরিবার সুত্রে জানা যায, তিনি সেতাবগঞ্জ চিনিকলের আওতাধীন বনগাঁ খামারে খামার ইনচার্জের দায়িত্বে থাকা অবস্থায় তার কর্মস্থলের প্রায় ২ হাজার ট্রলি বালু মাটি চুরি হয়। এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে এবং সেতাবগঞ্জ চিনিকলের এমডি বাদি হযে তাকে সহ ৬ জনকে আসামী করে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
[৪] এই ঘটনায় মজেন্দ্র নাথ দেবশর্মা মানসিক ভাবে ভেঙ্গে পড়েন এবং লোক লজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রশাসন নিহতের বাসায় অবস্থান করছিলেন।