শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাইয়ে বিজিবির অভিযানে ৫৭ কোটি ৭০ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

সুজন কৈরী: [২] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫৭ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।

[৩] রোববার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭ লাখ ৮ হাজার ৭১২পিস ইয়াবা, ৭ হাজার ৩৯২ বোতল ফেন্সিডিল, ২২ হাজার ৪০৬ বোতল বিদেশী মদ, ১ হাজার ১৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ১৫৭ কেজি গাঁজা, ৫ কেজি ৯২৮ গ্রাম হেরোইন, ৪২ হাজার ৩৯৭টি ইঞ্জেকশন, ৬ হাজার ৫৩১টি ইস্কাফ সিরাপ, ১০ হাজার ৪৭৮টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৮৭ হাজার ৯৭০টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৯ কেজি ৮৬০ গ্রাম রূপা, ৬২ হাজার ৭৫৫টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৫০০টি ইমিটেশন গহনা, ৪ হাজার ৮৪৬টি শাড়ী, ১ হাজার ৬৪৪টি থ্রিপিস ও শার্টপিস, ১ হাজার ৮১৪ ঘনফুট কাঠ, ৭২২ কেজি চা পাতা, ৮ হাজার ৯৯০ কেজি কয়লা, ৮টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি ও ইঞ্জিন চালতি অটোরিকশা এবং ১১১টি মোটর সাইকেল।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ২টি পিস্তল, ৩টি বন্দুক, ১টি এলজি, ৮১ মি.মি. মর্টার বোম্ব ২৯টি, ৩ কেজি ২০০ গ্রাম গান পাউডার এবং ৫ রাউন্ড গুলি।

[৬] এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৫৫ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৫৩ জন বাংলাদেশী নাগরিক ও ৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়