শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে শি‌ক্ষিকা‌কে যৌন হয়রা‌নির অ‌ভি‌যো‌গে আটক এক

র‌হিদুল খান : যশোরের অভয়নগরে মাদরাসার একজন শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে শেখ আব্দুস সবুর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কোটা গ্রামের মৃত গোলাম মওলার ছেলে।

[৩] বৃহস্পতিবার পুলিশ আদালতে সোপর্দ করলে বিচারক সবুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] ওই শিক্ষিকা মামলায় উল্লেখ করেছেন, তিনি ও তার স্বামী স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করেন। গত ২৭ জুলাই ভোর পাঁচটার দিকে তার স্বামী মাছ কেনার জন্য বাজারে যান। ওই সময় শেখ আব্দুস সবুর বাড়ির ভেতর ঢুকে তার স্বামীর নাম ধরে ডাকতে থাকেন। এক পর্যায়ে তিনি ঘরের ভেতর ঢুকে পড়েন।

[৫] ঘরের ভেতর কেন এসেছেন জানতে চাইলে করলে শেখ আব্দুস সবুর তাকে বলেন, ‘তোমার স্বামী কোথায়?’ জবাবে শিক্ষিকা বলেন, ‘বাজারে মাছ কিনতে গেছে। আপনি বাইরে যান।’ কিন্তু শেখ আব্দুস সবুর ঘর থেকে বের না হয়ে আচমকা তাকে যৌন হয়রানি করেন। এ সময় তিনি চিৎকার করলে শেখ আব্দুস সবুর দৌড়ে ঘর থেকে বের হয়ে যান।

[৬] শিক্ষিকার ভাষ্য, পরে ঘটনাটি জানাজানি হলে শেখ আব্দুস সবুর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালান। কিন্তু তিনি মীমাংসা না করে অভয়নগর থানায় মামলা করেছেন।

[৭] অভিযুক্ত শেখ আব্দুস সবুর কারাগারে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়