স্পোর্টস ডেস্ক : [২] অলিম্পিক গেমস টেনিসের নারী এককের শীর্ষ খেলোয়াড়কে বিদায় করে দিয়েছেন স্পেনের সারা সোরিবেস তোরমো।
[৩] দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী বার্টিকে ৬-৪, ৬-৩ গেমে হারান র্যাঙ্কিংয়ের ৪৮ নম্বর সোরিবেস তোরমো। তার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়। দ্বিতীয় বাছাই জাপানের নাওমি ওসাকা প্রথম রাউন্ডে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন চিনের সাইসাই ঝেংকে। অলিম্পিক মশাল জ্বালানো ওসাকাই এখন টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে শীর্ষ র্যাঙ্কিংধারী।
[৪] স্টর্ম স্যান্ডার্সকে নিয়ে নারীদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে যাওয়ায় অলিম্পিকে সোনার আশা এখনও বেঁচে আছে বার্টির। চোটের জন্য পুরুষ একক থেকে সরে দাঁড়িয়েছেন গত দুইবারের সোনা জয়ী অ্যান্ডি মারে। জি নিউজ, বিডিনিউজ