সুজন কৈরী : [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার (২৩ জুলাই) থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
[৩] বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার দেশব্যাপী র্যাবের অভিযানে ৯৫ জনকে ৪৮ হাজার ৭০০টাকা জরিমানা করা হয়েছে। সারাদেশে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।
[৪] শুক্রবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, মাস্ক না পরা, গাড়ি নিয়ে বের হওয়া ও মোটরসাইকেলে দুজন আরোহনসহ বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি এক হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে।
[৫] র্যাব জানায়, বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে দেশব্যাপী মাঠে ছিলো র্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিলো অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
[৬] শুক্রবার বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র্যাবের ১৬৮টি টহল ও ১৫৮টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।
[৭] র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়া র্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।