নিজস্ব প্রতিবেদক : [২] রাজধানীর শাহজাদপুর এলাকায় এক মদ্যপ বাইকারের ধাক্কায় দৈনিক আজকের পত্রিকায় কর্মরত আলআমিন ভূঁইয়া আহত হয়েছেন। তিনি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছেন।
[৩] এই ঘটনায় রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আলআমিন।
[৪] সাংবাদিক আলআমিন জানান, বুধবার রাতে ডিউটি শেষে নিজ মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাত ১০টার দিকে গুলশানের শাহজাদপুরের ক্যামব্রিয়ান কলেজের সামনে পৌঁছালে দ্রুতগতিতে চালানো একজন মদ্যপ মোটরসাইকেল চালক সজোরে আমার বাইকে ধাক্কা দেয়। আমি গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ি। এতে আমার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ জখমপ্রাপ্ত হয়। সেইসঙ্গে আমার মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষনিক মামুন নামের স্থানীয় একজন আমাকে উদ্ধার করে বাড্ডার আদর্শনগরে অবস্থিত মেডিলিঙ্ক হাসপাতালে নিয়ে যান। সেখানে আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসায় আছি।
[৫] জিডির তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আলমগীর জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রাতের বেলা হওয়ায় ফুটেজে ঘাতক গাড়িটির নম্বর কিংবা আরোহীর ছবি স্পষ্ট না। তবে ঘাতক গাড়ি ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে।