ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় রশিদ হালদার নামের এক জেলের জালে ৩৫ কেজি ওজনের এক বিশাল আকৃতির বাঘাইড় ধরা পড়েছে। আরটিভি
সোমবার (১৯ জুলাই) সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে মাছটি বিক্রির উদ্দেশে দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় আনা হলে স্থানীয় মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসাবে ১ হাজার ১৩০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।
পরে ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিকেলে নাটোরের এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
জেলে রশিদ হালদার বলেন, বাঘাইড় মাছটি আমার দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে। এবারের ঈদটা পরিবার নিয়ে ভালোই কাটবে।