শিরোনাম
◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেবে সরকার: উপদেষ্টা ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও) ◈ ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল আনতে পারবেন, জানাল সরকার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশ্মীরে পশু কোরবানিতে বাধা নেই, জানানো ভারতের কর্তৃপক্ষ

লিহান লিমা: [২] বৃহস্পতিবার ভারতের প্রশাসন থেকে দেশটির মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু ও কাশ্মীরে পশু কোরবানি নিয়ে নিষেধাজ্ঞা দেয়ার পর তীব্র বিতর্কের মুখে শুক্রবার অবস্থান পরিবর্তন করে প্রশাসন। ওয়াশিংটন পোস্ট

[৩] দেশটির স্থানীয় সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা জি.এল.শর্মা জানান, বৃহস্পতিবার নীতি-নির্ধারকদের এক সিদ্ধান্তে আইন প্রয়োগ করে প্রাণীদের কোরবানি নিষিদ্ধের নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু এটি পরিবর্তন করা হয়েছে।

[৪] এ সময় তিনি আরো বলেন, এ ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবোঝি হয়েছে। সরকার মুসলিমদের উৎসবে পশুর যথাযথ পরিবহন এবং নিষ্ঠুরতা প্রতিরোধে সচেষ্ট। প্রাণীদের ওপর নিষ্ঠুরতা বা ব্যাপক গণহত্যা রোধে প্রাণী কল্যাণ বোর্ডের আইন প্রয়োগের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছিল। তবে তা কোনোভাবেই কোরবানি নিষিদ্ধের জন্য নয়।

[৫] এর আগে বৃহস্পতিবার সরকারি নির্দেশে বলা হয়, ‘২১ থেকে ২৩ জুলাই বকরি ঈদ উৎসবে প্রচার পশু জবাই করা হয়। ভারতীয় পশু কল্যাণ বোর্ডে নির্দেশ অনুযায়ী বেআইনীভাবে যাতে পশু নিধন করা না হয় সেজন্য পশুকল্যাণ আইন যথাযথ প্রয়োগ করতে নির্দেশ দেয়া হচ্ছে।’

[৬] কাশ্মীরের মুসলিম ধর্মীয় সংস্থার জোট ‘মুত্তাহিদা মজলিস-এ-ওলামা’ এই সরকারী নির্দেশের তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়, বিষয়টি সরাসরি তাদের ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত আইনের লঙ্ঘন।

[৭] হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র বলে বিবেচনা করা হয়। এর আগে ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়