শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ঈদুল আযহার জামায়াতে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ

অহিদ মুুকুল: [২] জেলায় প্রতিনিয়তই বাড়ছে মহামারি করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে শহরের সঙ্গে গ্রামের মানুষও শঙ্কিত হয়ে পড়েছেন। করোনার এই সংক্রমণ প্রতিরোধে পবিত্র ঈদুল আযহার নামাজের জামায়াতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক ছাড়া মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

[৩] শুক্রবার (১৬ জুলাই) জুম্মার নামাজের সময় জেলা সদরের নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুসুল্লিদের এ নিদের্শ মানতে অনুরোধ করেন।

[৪] তিনি বলেন, প্রতি দিনই করোনার ভয়াবহতা বাড়ছে। এই মহামারি থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-চটগ্রাম থেকে মানুষজন গ্রামে আসছে। এতে করোনার সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে। তাই আমাদের সতর্ক ও সচেতন হওয়া জরুরি। ঈদের দিন ঈদ জামায়াতে আসতে সকলে মাক্স পড়ে আসবেন। মাস্ক ছাড়া কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অবস্থানের অনুরোধও করেন তিনি।

[৫] এছাড়া শুক্রবার জুম্মার নামাজের সময় করোনা সংক্রমণ রোধে জেলা জামে মসজিদ, কোর্ট মসজিদ, নোয়াখালী পৌরসভা জামে মসজিদ, মাইজদী প্লাট মসজিদ, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ, সোনাপুর পৌর জামে মসজিদ,বাইতুল আমান জামে মসজিদসহ জেলার অন্যান্য মসজিদেও ঈদুল আযহার নামাজের জামায়াতে স্বাস্থ্যবিধি মেনে চলতে মুসুল্লিদের প্রতি আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়