শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিশালে খাদ্য গুদামে চাল সংকটে ভিজিএফ কার্যক্রম ব্যাহত

আল ফাহাদ: [২] ঈদের মাত্র সাত দিন বাকি। ত্রিশালের ছয় ইউনিয়নে গত মঙ্গলবার থেকে উপকারভোগীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু খাদ্যগুদামে চালের সংকট সৃষ্টি হওয়ায় বিতরণ কার্যক্রম ব্যাহত হয়েছে।

[৩] উপজেলার ১২ ইউনিয়নে ৭০ হাজার ৫৯ জন ভিজিএফ কার্ডধারী। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের কার্ডধারীদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিতে বরাদ্দ হয়েছে ৭৫০ টন চাল। গতকাল থেকে উপজেলা সদর, ধানীখোলা, হরিরামপুর, সাখুয়া, মোক্ষপুর ও আমিরাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু করার কথা ছিল।

[৪] খাদ্যগুদামে চাল সংকটের কারণে ওই ছয় ইউনিয়নের মধ্যে শুধু হরিরামপুর ও সাখুয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু করতে পারলেও বাকি ইউনিয়নগুলোতে বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।উপজেলা খাদ্য বিভাগ জানায়, বিতরণের জন্য এরই মধ্যে পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা গুদাম থেকে চাল উত্তোলন করেছেন।

[৫] এদিকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে যথাসময়ে ভিজিএফের চাল বিতরণ না করতে পেরে চিন্তিত ইউপি চেয়ারম্যানরা।ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন ও আবুল কালাম জানান, সময়মতো চাল না পেলে বিতরণ ব্যাহত হবে।

[৬] উপজেলা খাদ্য কর্মকর্তা রাবেকা সুলতানা জানান, চাল আসছে চট্টগ্রাম থেকে। চাল এলেই বিতরণের জন্য সংশ্নিষ্টদের সরবরাহ করা হচ্ছে।ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার থেকে উপজেলার ১২ ইউনিয়নে একযোগে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু গুদামে খাদ্য সংকটের কারণে ভিজিএফের চাল বিতরণ তিন দিন পিছিয়ে গেল।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়