আল ফাহাদ: [২] ঈদের মাত্র সাত দিন বাকি। ত্রিশালের ছয় ইউনিয়নে গত মঙ্গলবার থেকে উপকারভোগীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু করার কথা ছিল। কিন্তু খাদ্যগুদামে চালের সংকট সৃষ্টি হওয়ায় বিতরণ কার্যক্রম ব্যাহত হয়েছে।
[৩] উপজেলার ১২ ইউনিয়নে ৭০ হাজার ৫৯ জন ভিজিএফ কার্ডধারী। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের কার্ডধারীদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিতে বরাদ্দ হয়েছে ৭৫০ টন চাল। গতকাল থেকে উপজেলা সদর, ধানীখোলা, হরিরামপুর, সাখুয়া, মোক্ষপুর ও আমিরাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু করার কথা ছিল।
[৪] খাদ্যগুদামে চাল সংকটের কারণে ওই ছয় ইউনিয়নের মধ্যে শুধু হরিরামপুর ও সাখুয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু করতে পারলেও বাকি ইউনিয়নগুলোতে বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।উপজেলা খাদ্য বিভাগ জানায়, বিতরণের জন্য এরই মধ্যে পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা গুদাম থেকে চাল উত্তোলন করেছেন।
[৫] এদিকে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে যথাসময়ে ভিজিএফের চাল বিতরণ না করতে পেরে চিন্তিত ইউপি চেয়ারম্যানরা।ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন ও আবুল কালাম জানান, সময়মতো চাল না পেলে বিতরণ ব্যাহত হবে।
[৬] উপজেলা খাদ্য কর্মকর্তা রাবেকা সুলতানা জানান, চাল আসছে চট্টগ্রাম থেকে। চাল এলেই বিতরণের জন্য সংশ্নিষ্টদের সরবরাহ করা হচ্ছে।ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার থেকে উপজেলার ১২ ইউনিয়নে একযোগে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করার কথা ছিল। কিন্তু গুদামে খাদ্য সংকটের কারণে ভিজিএফের চাল বিতরণ তিন দিন পিছিয়ে গেল।সম্পাদনা:অনন্যা আফরিন