মাহিন সরকার : [২] দীর্ঘ প্রায় ১৬ মাস পর টেস্ট দলে জায়গা পেয়ে দলের বিপদে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রান। ম্যাচ শেষে হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। তবে এসবের চেয়ে মুল আলোচনা হচ্ছে অনেকটা হুট করেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
[৩] জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের পর আর সাদা জার্সিতে খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে জানাননি কিছু।
[৪] এদিকে তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। গত রবিবার ১১ জুলাই হারারে টেস্ট শেষে ফেসবুক পোস্টে নিশ্চিত করেন মাহমুদউল্লাহ’র অবসরের বিষয়টি। লেখেন আবেগঘন পোস্ট।
[৫] তিনি লেখেন, ১১ জুলাই, টেস্ট ক্রিকেটকে বিদায় বলাটা অনেক কঠিন হলেও আপনি অনেক ভালো স্মৃতি, সম্মানজনক পারফরম্যান্স এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছেন। যা অনেক ক্রিকেটারই পারেন না। আপনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য অনেক অবদান রেখেছেন। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান জানাই। আপনার জন্য প্রার্থনা করি, ভবিষ্যতে যেন আরও সফল হতে পারেন। আপনি আমার চ্যাম্পিয়ন, ভক্তদের কাছেও চ্যাম্পিয়ন হয়ে থাকবেন। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গে আছি।
[৬] উল্লেখ্য, টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন টাইগার টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক।