শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ আজাদের জন্মদিন আজ [২]আনিসুল হক ‘মা’ উপন্যাসে তার গল্প বলেছেন

সালেহ্ বিপ্লব: [৩] পুরো নাম মাগফার উদ্দিন আহমেদ চৌধুরী আজাদ, পরিবারের একমাত্র সন্তান। জন্ম ১৯৪৬ সালের ১১ জুলাই। তার বাবা তৎকালীন পূর্ব পাকিস্তানের ধনাঢ্য ব্যবসায়ী ইউনুস আহমেদ চৌধুরী এবং মা মোসাম্মাৎ সাফিয়া বেগম।

[৪]  দুর্ধর্ষ এই গেরিলা ছিলেন মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের সদস্য ১৯৭১ সালের ৩০ আগস্ট ক্র্যাক প্লাটুনের আরো কয়েকজন সহযোদ্ধাসহ নিজেদের বাড়ি থেকে পাকহানাদারদের হাতে ধরা পড়েন আজাদ। তাকে নিয়ে যাওয়া হয় নাখালপাড়া এমপি হোস্টেলে স্থাপিত মিলিটারি টর্চার সেলে। সেখান থেকে রমনা থানায়।

[৫] ছেলের সঙ্গে দেখা করার জন্য থানায় ছুটে গিয়েছিলেন আজাদের মা। কান্নায় ভেঙ্গে পড়ে আজাদ মাকে বলেন, ‘এরা খুব মারে, ভয় হচ্ছে কখন সব স্বীকার করে ফেলি।’ মা তখন ছেলেকে বলেছিলেন, ‘শক্ত হয়ে থেকো বাবা। কোনো কিছু স্বীকার করবে না।’

[৬] মায়ের কাছে ভাত খেতে চেয়েছিলেন আজাদ। সেদিন আর সম্ভব হয়নি, পরের দিন মা ভাত নিয়ে যান থানায়। গিয়ে দেখেন ছেলে নেই। সেদিনই তাকে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হয়।

[৭] স্বাধীনতার পর ১৪ বছর বেঁচেছিলেন আজাদের মা। ছেলেকে ভাত খাওয়াতে না পেরে বাকি জীবন তিনি নিজেও আর ভাত মুখে তোলেননি। আজাদ রমনা থানায় মাটিতে শুয়েছিলেন। তাই ১৪ বছর একটানা মেঝেতে শুয়েই ঘুমিয়েছেন এই বীরপ্রসবিনী মা।

[৮] সাংবাদিক সাহিত্যিক আনিসুল হক তার ‘মা’ উপন্যাসে শহীদ আজাদ ও তার মায়ের সেই ঘটনাগুলো তুলে এনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়