শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৮:৫১ রাত
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে অর্ধলাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি, থানায় অভিযোগ

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পোগোজ ল্যাবরেটরি স্কুলে অর্ধলাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। গত শুক্রবার দুপুরে স্কুল ভবন থেকে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

[৩] অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার পোগোজ ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী রেজাউল করিম, মজিবুর, মোস্তফা জুমার নামাজ শেষে ফেরার পথে স্কুলের বিদ্যুতের মেইন লাইন সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান। পরবর্তীতে জানা যায় স্কুলে দুপুর আনুমানিক ১২.৫৫ থেকে বিদ্যুৎ ছিল না।

[৪] ধারণা করা হয় যে, আনুমানিক ১২.৫৫ ঘটিকা হইতে ১.৩০ ঘটিকার মধ্যে লাইনের তারগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। শনি দেবের মন্দির হইতে স্কুলের মূল ভবন পর্যন্ত এই তারের মূল্য প্রায় অর্ধলাখ টাকা।

[৫] এবিষয়ে পোগোজ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মনির হোসেন বলেন, তার চুরি হওয়ার বিষয়টি আমদের নজরে আসা মাত্রই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানাই। পরবর্তীতে কোতোয়ালি থানায় আমরা অভিযোগ দিয়েছি।

[৬] বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রশাসনকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে। আমাদের ক্যাম্পাসে ও পাশ্ববর্তী স্থানে সিসিটিভি ফুটেজ আছে। দ্রুত একটা রেজাল্ট আমরা পাবো।

[৭] কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ও তদন্তের দায়িত্বে থাকা অনিল রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। স্কুলের শিক্ষকরা আমাদের সাথে ছিলেন। এখনও পর্যন্ত আমরা কোনো ক্লু পাইনি। দ্রুত তদন্ত করে আমরা একটা সুরাহা করবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়